নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে প্রথম ওয়ানডের জন্য মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ!

জানা গেছে, ‘ফিজিও মুস্তাফিজুর রহমানকে খেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন। মুস্তাফিজ স্বেচ্ছায় খেলতে চাইলে খেলানো হবে। খেলার জন্য খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

উঙ্গারাইতে প্রস্তুতি ম্যাচে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৭ ওভারে ৩৯ রানে মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট। ইসপিএন ক্রিকইনফো’র ভাষ্যমতে, ‘মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা বেশি।’

সদ্য আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া মুস্তাফিজুর রহমানও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুর রহমানের। গত ২৬ মার্চ ভারতের ইডেনে মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছিলেন। এরপরই ইংল্যান্ডে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ১১ আগস্ট তার বাম কাঁধে অস্ত্রোপচার করানো হয়। অক্টোবর থেকে মুস্তাফিজের পুনর্বাসন শুরু হয় এবং নভেম্বরের শুরু থেকে বল হাতে বোলিং শুরু করেন দ্যা ফিজ।

এ মুহুর্তে মুস্তাফিজের বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। তবে ফিল্ডিংয়ে থ্রো নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। কিন্তু ফিজিও তাকে ম্যাচের জন্য সবুজ সংকেত দেওয়ায় সকল শঙ্কা কেটে গেছে। ‘শতভাগ ফিট’ না হলে এ সবুজ সংকেত দেওয়ার কথা নয়।

মুস্তাফিজুর রহমানকে নিয়ে ‘ভয়ে’ আছে কিউই শিবির। দলের কোচ মাইক হেসন সংবাদ মাধ্যমকে এরই মধ্যে বলেছেন, ‘মুস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস বোলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দারুণ ছিল। এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার সে। এবং তাকে এ সম্মান দিতেই হবে।’