নিউজিল্যান্ডে টানা দ্বিতীয় সেঞ্চুরি সাকিবের

ক্রীড়া ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের পর বাংলাদেশের দ্বিতীয় দিনটি উজ্জ্বল করে রাখছেন সাকিব ও মুশফিক জুটি।

গতকাল মুমিনুলের সঙ্গে মাঠে নেমে ব্যক্তিগত ৪ রানের মাথায় জীবন পেয়েছিলেন সাকিব আল হাসান। নেইল ওয়াগনারের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন সাকিব। কিন্তু মিচেল স্যান্টনার তা ঠিক মতো লুফে নিতে না পারায় বেঁচে যান তিনি।আর এ জীবন পেয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন সাকিব। নিউজিল্যান্ডে পেলেন সেঞ্চুরির দেখা। ২০১৪ সালে সালে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি।

নিউজিল্যান্ডের মাটিতে এটি সাকিবের টানা দ্বিতীয় সেঞ্চুরি। ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি।এর আগে হ্যামিল্টনে ২০১০ সাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন দেশসেরা এ অলরাউন্ডার।

সেঞ্চুরি পূরণ করতে ১৫০ বল মোকাবেলা করেন সাকিব। ১৩টি চার এবং ৪টি ছ্ক্কার সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন তিনি। স্বাগতিক বোলার ওয়াগনারের বল থেকে সিঙ্গেলস নিয়ে সেঞ্চুরি তুলে নেন সাকিব। অথচ তার বলেই মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফিরতে পারতেন টাইগার অলরাউন্ডার।