সমুদ্রোপকূলে নামি সতর্কতা জারি

নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্পন

পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পন আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পন এর তীব্রতা ছিল ৬.৯। এতে সমুদ্রোপকূল এলাকার ৩শ’ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ১২ টা ৫০ মিনিটে ভূপৃষ্ঠের ৮৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ওই এলাকার ক্ষতির বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, উপকূলীয় এলাকার পার্শ্ববর্তী স্থানের জনসাধারণকে ‘বিপজ্জনক’ সামুদ্রিক ঢেউয়ের আশংকার ব্যাপারে সতর্ক থাকতে হবে।