নিজে ও পরিবারকে রক্ষায় বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখুনঃ মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ নিজে ও পরিবারকে রক্ষায় বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৪ আগস্ট) এডিস মশা ও চিকুনগুনিয়া নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরকে রক্ষার দায়িত্ব শুধু মেয়র কিংবা সরকারের একার নয়, আমাদের সবার। নিজের পরিবারসহ শহরকে রক্ষার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরীর এক কোটি মানুষের ২ কোটি হাতকে কাজে লাগিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে সরকারি-বেসরকারি যেকোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ জরিমানার পরিমাণও ক্রমান্বয়ে বাড়তে থাকবে।’

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার কথা বলেন ডিএনসিসি মেয়র। বলেন, ‘নিজেদের বাসা-বাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিনদিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

মেয়র জানান, নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।