নির্ধারিত উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নির্ধারিত উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‍পম্পেওকে উত্তর কোরিয়া সফর অনির্দিষ্টকালের জন্য বাতিল করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচির স্থাপনা ধ্বংস করার প্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে চীন উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য কার্যকর ভূমিকা রাখছে না। গত জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের কয়েক দিন পর ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া আর পারমাণবিক অস্ত্রধারী হুমকি নয়।’ তবে তার পর থেকে মার্কিন গোয়েন্দাদের বেশ কয়েকটি প্রতিবেদনে উঠে আসে যে, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কয়েকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে। জাতিসংঘের পরমাণু সংস্থাও (আইএইএ) একই মত দিয়ে জানায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

তথ্য : বিবিসি ও রয়টার্স