নীলফামারীতে উদ্দেশ্যে বৈঠক করার সময় আট শিবিরকর্মীকে আটক

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় নাশকতার উদ্দেশ্যে বৈঠক করার সময় আট শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা বাজার ফাজিল মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোলমুণ্ডা ইউনিয়ন জামায়াতের আমীর তোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০), গোলমুণ্ডা বাজারপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে মাহমুদ আল হাসান (১৮), আবদার রহমানের ছেলে আবেদ আলী (১৮), মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৯), খায়রুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৯), আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (১৮), মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম (২০) ও আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৮)।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ওই মাদরাসার ভেতরে বহিরাগতসহ স্থানীয় শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।