নীলফামারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে মশিউর রহমান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ

আল-আমিন, নীলফামারী: জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) কলেজ চত্বরে জেলা তাঁতী লীগের উদ্যোগে বৃক্ষরোপণসহ ২০০শত চারাগাছ হস্তান্তর করা হয় কলেজ কর্তৃপক্ষের কাছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মাসুম রানা সরকার, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ও অত্র কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ হুমায়ুন কবির সংগ্রাম, জেলা তাঁতী লীগের সদস্য ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ জাহাঙ্গীরুল কবির ও সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মুরাদ সহ আরো অনেকে।

জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে চারাগাছ রোপণ ও হস্তান্তর করা হলো। এই চারা গাছ গুলো পরিপক্ক না হওয়া পর্যন্ত জেলা তাঁতী লীগের উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হবে।