নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

আল-আমিন, নীলফামারী: “কর্তব্যের তরে, করে গেলো যারা আতœবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালিত হয়েছে।
বুধবার (০১ মার্চ/২৩) সকালে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আফতাব উদ্দিন সরকার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলামের স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোয়ার আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ , অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এ এইচ এম মাহফুজুর রহমান, ছয় উপজেলার অফিসার ইনচার্জসহ নিহত পুলিশ সদস্যের পরিবার।

আলোচনা সভা শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১২ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে উপহার তুলে দেন প্রধান অতিথি।