নীলফামারীতে পুলিশ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলাঢাকা উপজেলায় নাশকতা ও পুলিশ সদস্য হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জামায়াতের কর্মী।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বুধবার রাতে জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হামিদুর রহমান (৫৫), একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামের অহর আলীর দুই ছেলে হামিদুল ইসলাম (৫০) ও আব্দুল হামিদ (৪০), একই উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল গ্রামের মৃত জহুর উল্লার ছেলে আব্দুল আজিজ (৩৮) এবং বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনকে (৫৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশ সদস্য হত্যা ও নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।