নীলফামারীতে ফেসবুকে প্রেমিক সেজে প্রতারণা, গ্রেফতার ০২

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জলঢাকা উপজেলায় ফেসবুকে প্রেমিক সেজে প্রতারণা,  ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জলঢাকা থানার মামলা নং- ০২/১৮৪, তারিখ-০১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩) ।
সূত্রে বর্ণিত মামলাটির বাদীনি কলেজ ছাত্রী ফেসবুক আইডির মাধ্যমে ধৃত আসামী মোঃ সেন্টু রহমান(২৩), পিতা- মোঃ মোস্তফা কামাল, সাং- শিবপুর, হাজীনগর ইউনিয়ন ওয়ার্ড নং-০১, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ এর ফেসবুক আইডির সাথে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে আসামী মোঃ সেন্টু রহমান কৌশলে বাদীনির একান্ত ব্যক্তিগত ছবি তার ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারে নেয়। উক্ত প্রেমিক আসামী সেন্টু রহমান সেই সব ছবি স্ক্রিন শর্ট এর মাধ্যমে স্থির চিত্র ধারণ করে।
পরবর্তীতে আসামী সেন্টু রহমান তার বন্ধু আসামী মোঃ সারোযার হোসেন (২৫), পিতা- মোঃ সাইদুল রহমান, সাং- বড়গ্রাম, ঘাটনগর ইউনিয়ন, থানা-পরশা, জেলা-নওগাঁ কে বাদীনির ছবিগুলি দেখাইয়া বাদীনিকে দুই বন্ধু মিলে বিভিন্ন সময় ব্লাকমেইল করিয়া টাকা দাবি করে। বাদীনি টাকা দিতে অস্বীকার করায় ধৃত আসামীদ্বয় সেন্টু রহমান এবং সারোয়ার হোসেন বাদীনির একান্ত ব্যক্তিগত ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারে পোস্ট করে এবং বাদীনিকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
বাদীনি উক্ত বিষয়টি জানার পর অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে জলঢাকা থানায় এজাহার দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা, নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা এর নেতৃত্বে  তথ্য প্রযুক্তির মাধ্যমে উল্লিখিত আসামীদের সনাক্ত করিয়া নওগাঁ জেলার নিয়ামতপুর থানার প্রত্যন্ত এলাকার শিবপুর বাজার হইতে অদ্য ২৭/০৮/২০২৩ ইং তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার সময়  সুকৌশলে আসামীদের গ্রেফতার করেন। উল্লিখিত আসামীদ্বয় ঘটনার সহিত জড়িত থাকার বিবরণ দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যহত আছে।