নীলফামারীতে ব্রাজিলের ঘর দেওয়ার নামে ৪ লক্ষ টাকা আত্মসাত

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ঝাকুয়া পাড়ার মৃত. হরিদাস কান্ত রায়ে ছেলে বিনয় চন্দ্র রায় ও শ্রীমতী লাভলী রানী রায়ের বিরুদ্ধে ব্রাজিলের পক্ষ হতে ঘর দেওয়ার নামে ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ কারি হলেন কিশোরগঞ্জ উপজেলা কেশব গুচ্ছগ্রামের মোঃ ছাইয়াদার রহমানের ছেলে মোঃ আজিজুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানাযায়, বিনয় চন্দ্র রায়ের সাথে মোঃ আজিজুল ইসলামের পুর্ব পরিচিত। এ সুবাধে বিনয় চন্দ্র রায় মোঃ আজিজুল ইসলামকে বলে ব্রাজিলের পক্ষ হতে অসহায় গরীব লোকদের জমি ক্রয় করে বাড়ি বানিয়ে দিচ্ছে। আমাকে ১৫/২০ জন অসহায় গরীব লোকের নাম সংগ্রহ দেও। আমি জমি ও ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। আজিজুল ইসলাম জমি ও ঘর পাওয়ার আশায় কিছু অসহায় গরীব লোকদের কাছে থেকে তাদের ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে তার কাছে জমা দেন। কিছু দিন পর আমাকেসহ সবাই ডেকে এনে বলেন ব্রাজিল হাতে নামের লিষ্ট প্রেরণ করেছে। বাড়ি নিতে হলে ৫০ হাজার করে টাকা জমা দিতে হবে। জমি ও ঘর পাবার আশায় আমরা তার কাছে টাকা দেই। নিদিষ্ট সময় জমি ও ঘর দিতে না পারলে আমরা টাকা ফেরত চাই। টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। হঠাৎ করে সে একদিন আত্নগোপনে চলে যায়। দীর্ঘদিন পর তার বাড়ি ফিরে আসার খবর পেলে গত ০১/০১/২৩ ইং তারিখে সকালে টাকার জন্য আমরা সবাই মিলে তার বাড়ি যাই এবং টাকা চাইলে সে টাকা আত্মসাতের উদ্দেশ্যে সে অস্বীকার করেন।

জানতে চাইলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রেয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।