নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আল-আমিন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।  বৃহস্পতিবার (২৪ মার্চ) শহরের রেলওয়ে বাজারে পরিচালিত অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সামসুল আলম নেতৃত্ব দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নীলফামারী জেলা কৃষি বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম খান,
ঔষধ তত্ত্বাবধায়ক কাজী ফরহাদ প্রমুখ।
জরিমানাকৃত ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো হলো মনিহারি পট্টির সান প্যাকেজিং ২০ হাজার টাকা, ইসমাঈল স্টোর ২ হাজার,  রশিদ স্টোর ৩ হাজার এবং কলিম মোড়ের মদিনা মেডিকেল স্টোর ২ হাজরা টাকা।