নীলফামারীতে মুজিববর্ষ উপলক্ষে দাবা লিগ শুরু

আল-আমিন,নীলফামারী: নীলপামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাবা লিগ শুরু হয়েছে। এই খেলায় জেলার আটটি ক্লাব অংশ গ্রহন করেন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে দাবা লিগের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।

দাবা উপ-কমিটির আহবায়ক আসলাম হায়াতের স ালনায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ‘জেলার আটটি ক্লাবের ৩২ জন খেলোয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আগামী ২৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’

অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো ডিমলা স্পোর্টস একাডেমি, এসসিসি সৈয়দপুর, অরুন উদয় ক্লাব নীলফামারী, ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ডোমার, জলঢাকা কাছারীপাড়া ক্লাব, এনবিসিসি ক্লাব নীলফামারী, সাডেন ক্লাব নীলফামারী ও কিশোরগঞ্জ স্পোটর্স একাডেমি।