নীলফামারী র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারী র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ মাদক ব্যবসায়িকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের অর্ন্তগত কালীতলা এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর অফিসের গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯.৮ কেজি গাঁজা, মোবাইল-০২ টি, সিমকার্ড- ০৪ টি, নগদ-১২৫০ টাকা, অটোবাইক- ০১ টি, পিকআপ- ০১ টি এবং আসামীদের দেওয়া তথ্যমতে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ০৪ ওয়ার্ড এর ঘোষপাড়াস্থ এসএ পরিবহন এর অফিস এর পশ্চিম দুয়ারী গোডাউনের সামনে থেকে লিংক-আপ অপারেশন এর মাধ্যমে আরও ১০ কেজি গাঁজা সর্ব মোট ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার করেছে।
আসামীরা হলেন, সবেদ আলী (৩৫) পিতা- মৃত আনসার আলী, সাং-ভ্যালাতুর ভদ্র পাড়া, ড্যাংগি বস্তি, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও। মোঃ মহিদুল ইসলাম (৩৭) পিতা ঃ মৃত ওলিমদ্দিন, সাং- রনগাঁ, সেতাবগঞ্জ, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুর।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রণকারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামীদ্বয় মাদক ব্যবসার সাথে তাদের দীর্ঘদিন সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে সমগ্র উত্তরবঙ্গে সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক হস্তান্তর করা হয়েছে।