নেত্রকোনায় হত্যার দায়ে একজন মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালু ব্যবসায়ী নূরুল আলম ওরফে নুরুল আমীনকে (৩০) হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নূরুল আলম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব মোইজদি গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তের নাম রনি মিয়া (২৩)। মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রনি জেলার পূর্বধলার নাটেরকোনা গ্রামের নূরুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের পয়লা এপ্রিল সকালে বালু ব্যবসায়ী নুরুল আমীনকে জেলার দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিচিত্রা গেস্ট হাউজে গলা কেটে হত্যা করা হয়। ওইদিন দুপুরে দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই সেলিম উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ মামলা দায়েরের তিন মাসের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রনি মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ একই বছরের ২৪ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রনি আদালতে হত্যার দায় স্বীকার করে। আজ বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন।