‘নেত্রীর কথায় একবারই সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম’

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি শুধু একবারই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম, তাও আমার নেত্রী শেখ হাসিনার কথায়।’

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি কোনো সময় কোনো পদের জন্য প্রার্থী হইনি, মন্ত্রী হওয়ার জন্যও কোনো দিন লবিং করিনি। শুধু একবারই প্রার্থী হয়েছিলাম তাও আমার নেত্রী শেখ হাসিনার কথায়। আব্দুল জলিল ভাই যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি নেত্রীর কথায়।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এ পর্যন্ত নেত্রী আমাকে ভালো মনে করে যখন যা দিয়েছেন আমি তাতেই খুশি হয়েছি।’

তিনি বলেন, ‘আমি মিডিয়াকে বলতে চাই আমি কোনো পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি না। নেত্রী আমাকে যেভাবে রাখবেন আমি তাতেই খুশি। আমি আশা করব আপনারা আমাকে প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতার আসরে নামাবেন না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আমি জনস্বার্থে কথা বলি। মন্ত্রী থাকলেও বলব আর না থাকলেও বলব। এসব কথা বলা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না।

ডিআরইউর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ।