নোট ইস্যুতে রাজ্যসভায় ব্যাখ্যা দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : নোট বাতিল ইস্যুতে বিরোধী দলের ব্যাপক সমালোচনার পর বৃহস্পতিবার রাজ্যসভায় সরকারের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ওই দিন ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতারা সর্বদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার এনডিটিভি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বুধবার সকালে দিল্লির পার্লামেন্ট চত্বরে ১৩ টি রাজনৈতিক দলের প্রায় ২০০ সদস্য বিক্ষোভ করেন। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেন, ‘নোট বাতিলের পিছনে দুর্নীতি রয়েছে, প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি আগেই নিজেদের লোকদের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে এর তদন্ত হওয়া উচিত।’

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে কেন কথা বলছেন না? তিনি পার্লামেন্টের ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন কেন?’

তিনি বলেন, ‘ওই সিদ্ধান্তের (নোট বাতিলের) বিষয়টি অর্থমন্ত্রীরও জানা ছিল না। কিন্তু বিজেপির কিছু নেতা ও তাদের বন্ধু শিল্পপতিরা বিষয়টি জানতেন।’

বিএসপি প্রধান মায়াবতী বলেন, ‘যদি প্রধানমন্ত্রী এতই ভালো কাজ করে থাকেন তাহলে তিনি পার্লামেন্টে আসতে ঘাবড়াচ্ছেন কেন? আমি প্রেসিডেন্টের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি যে, প্রধানমন্ত্রীকে তলব করুন এবং নোট বাতিলের সিদ্ধান্তে মানুষের দুর্ভোগের সমাধান বের করুন।’

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে হাজির থাকার জন্য নির্দেশ দিন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসতে ভয় পাচ্ছেন।’

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোট ইস্যুতে একটি সমাধানে পৌঁছতে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায়ও বসবে সরকারি দল।