নোয়াখালীতে ২৫০ কারাবন্দির মাদককে না বলার শপথ

নোয়াখালীতে মাদক মামলায় গ্রেফতার ২৫০ কারাবন্দি শপথ করেছেন মাদককে না বলার।

‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ স্লোগানে তাদের নিয়ে সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা কারাগারের ভেতরে মাদকবিরোধী আলোচনা সভায় বন্দিরা মাদককে না বলার শপথ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জেল সুপার ফণী ভূষণ দেবনাথ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসনও যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। পরিবার ও দেশকে বাঁচান।’

পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদকের কারণে বেশিরভাগ সময় আইনশৃঙ্খলার অবনতি হয়। এতে পরিবারের দুর্ভোগ ছাড়াও ভোগান্তিতে পড়ে প্রশাসন। মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে সবাইকে সুন্দর জীবন গঠনের চেষ্টা করার আহ্বান জানান তিনি।