নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফরহাদ খান, নড়াইল: আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম নড়াইল জেলায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মসিয়ূর রহমান, দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মইন হাচান।

এছাড়া কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী প্রার্থী মাঠে আছেন। লোহাগড়া পৌরসভায় ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৩৭। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ১৬০ এবং পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৭ জন। ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়।