নড়াইলে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে নড়াইলে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরের দিকে জেলা সদর উপজেলার মাদরাসা বাজার ও লোহাগড়া উপজেলার থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এ সময় জেলা আনসার সদস্যদের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযান সূত্রে জানা গেছে, মাদরাসা বাজার ও লোহাগড়া থানার মোড় বাজার এলাকায় অভিযানে মেসার্স মিষ্টি মুখকে এক হাজার, মেসার্স শিকদার স্টোর এক হাজার, মেসার্স জাগ্রত ফুড প্রোডাক্টসকে ১০ হাজার, মেসার্স রাসেল হোটেল ৩০০ টাকা, মেসার্স মাসুদ হোটেলকে ৩০০ টাকা ও মেসার্স ডেইলি ফ্রেশ ডিপার্টমেন্ট স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় দায়ে ওই ছয়টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।