নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

নড়াইল জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৮ জুন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শিক্ষার্থীদের সাইবার অপরাধের প্রবণতা বৃদ্ধির ফলে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন নিষিদ্ধ করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। ওই নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে সকল প্রতিষ্ঠান প্রধানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে পূর্ব থেকে সরকার নিষিদ্ধ করলেও তা না মেনে যথেচ্ছা মোবাইল ফোন ব্যবহারের ফলে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যার অন্যতম উদাহরণ মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ। এমতাবস্থায় জনদাবির পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ বিধিনিষেধ কার্যকরে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশের সময় তল্লাশি, কারো কাছে ফোন পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়াতে কাউন্সিলিংসহ কয়েকটি বিষয়েরও উল্লেখ করা হয়েছে।