নূরে আলম ‘হত্যা’র প্রতিবাদ

নয়াপল্টনে চলছে ছাত্রদলের বিক্ষোভ

ভোলায় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রদল নেতা নূরে আলম ‘হত্যা’র প্রতিবাদে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ পালন করছে ছাত্রদল।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে এ অবস্থান কর্মসূচি চলছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ অংশ নিতে আসা নেতাকর্মীরা সড়কে ওপরে কার্পেট বিছিয়ে বসে আছেন। অতিথিরা সড়কে থাকা পিকআপ ভ্যানের অস্থায়ী মঞ্চে অবস্থান নিয়েছেন। এতে সড়কটি ছাত্রদলের নেতাকর্মীদের দখলে চলে যায়। এ রাস্তায় দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।