পটুয়াখালীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা শুরু

পটুয়াখালী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা শুরু হয়েছে।

রোববার সকাল ১০টায় শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষে ডিসি স্কয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন অর রশীদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান প্রমুখ।

মেলায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ও উন্নয়ন সংস্থার মোট ৯১টি স্টলে ডিজিটালাইজ চিত্র তুলে ধরা হচ্ছে।