পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

রাজশাহী ও কুষ্টিয়া প্রতিনিধি : পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে বাড়তে থাকলে সোমবার রাজশাহীতে ও শনিবারের মধ্যে কুষ্টিয়ায় পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ায় পদ্মায় গত এক সপ্তাহ ধরে পানি বাড়ছে। পানি বৃদ্ধির এ হার আরো বাড়বে।

 

শনিবার দুপুরে রাজশাহীতে পানি বিপৎসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার।

 

রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, এভাবে বাড়তে থাকলে সোমবারের মধ্যে পানি শহররক্ষা বাঁধ অতিক্রম করবে। এ ছাড়া নগরীর শ্রীরামপুর এলাকায় পুলিশ লাইন সংলগ্ন বাঁধ সংস্কার করতে না পারায় তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। ওই বাঁধের বেশ কয়েক জায়গায় লাল পতাকা দিয়ে বিপদসংকেত দেখানো হচ্ছে।

 

পদ্মায় পানি বেড়ে যাওয়ায় রাজশাহীর গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘার পদ্মাপাড়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। এসব এলাকায় পানি ঢুকে ইতিমধ্যে শত শত পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

 

অন্যদিকে, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার সন্নিকটে। প্রতি তিন ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। পানি বৃদ্ধির এ গতি পদ্মার শাখা গড়াই নদীতে অব্যাহত রয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেলে শনিবার বিপৎসীমা অতিক্রম করতে পারে।

 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি প্রবাহের মাত্রা ছিল ১৪ দশমিক ১৬ সেন্টিমিটার। পদ্মা নদীর পানি প্রবাহের বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। বিপৎসীমা থেকে মাত্র পয়েন্ট ৯ সেন্টিমিটার দূরে।

 

এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃঞ্চপুর ইউনিয়নের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক জানান, পদ্মার পানি প্রবাহের মাত্রা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি গড়াই নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।