পদ্মা সেতুতে আঘাত কোনোমতেই হালকাভাবে নিলে চলবে না: কাদের

পদ্মাসেতুর স্প্যানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতুতে আঘাত কোনোমতেই হালকাভাবে নিলে চলবে না।

আজ মঙ্গলবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সংশ্লিষ্টদের পুনরায় ঘটনা তদন্ত করার নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে বিভিন্ন মিডিয়ায় পদ্মা সেতুর স্প্যানে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার যে খবর বেরিয়েছে, সরেজমিনে পরিদর্শন করে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু ভিডিওতে দেখানো হচ্ছে তাই, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কি-না তা খতিয়ে দেখতে হবে।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘২০০১ সালে তৎকালীন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য কোনো ষড়যন্ত্র আছে কি না অবশ্যই তদন্ত করা হবে।’