পরিবর্তন আনা হয়নি মুক্তিযোদ্ধাদের ভাতায়

২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কোনো পরিবর্তন আনা হয়নি মুক্তিযোদ্ধাদের ভাতায়। আগের অর্থ-বছরের মতোই জনপ্রতি ন্যূনতম ২০,০০০ টাকা করে পাবেন তারা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩টায় শুরু হয় সংসদ অধিবেশন। এর আগে দুপুরে প্রস্তাবিত ওই জাতীয় বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা।

আজ ২০২২-২৩ অর্থ-বছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। ২০২১-২২ অর্থ-বছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বিদ্যুৎ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে।