পরিবর্তন আসতে পারে তিতের দলে

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়েই ব্রাজিল দলের বিরাট পরিবর্তন আসতে চলেছে বলে ইঙ্গিত করলেন ব্রাজিলিয়ান কোচ তিতে।

শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সেলেসাওরা।

শুক্রবার (১২ নভেম্বর) নিজেরদের মাঠ নিও কিমিকা অ্যারেনায় আগামীকাল কলম্বিয়ানদের আতিথ্য দেবে ব্রাজিল।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে সব মিলিয়ে দলে আসতে পারে চারটি পরিবর্তন। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার ফিরবেন দলে। উইংব্যাক দানিলোও আছেন তিতের ভাবনায়। গেল মাসে ব্রাজিলের লড়াইগুলোতে বেঞ্চে জায়গা পাওয়া ডিফেন্ডার মারকিনিয়োসও ফিরবেন আগামী ম্যাচে। ফিরবেন আগের মাসে দাঁতে ইনফেকশনের জন্য দল থেকে ছিটকে যাওয়া ক্যাসেমিরোও।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে অনুশীলনেও সেই দল নিয়েই খেলেছে ব্রাজিল। অনুশীলন সেশনে দলকে বাড়তি খাটিয়েছেন কোচ তিতে। বাড়তি সময় অনুশীলন করাতে ভেন্যুও বদলে নিয়েছেন তিনি। গত বুধবার (১০ নভেম্বর) ব্রাজিলের অনুশীলন হওয়ার কথা নিও কিমিকাতেই।

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন, দানিলো, মারকিনিয়োস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকেতা; রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার।