পরিবহন খাতে কর্তব্য পালনে কোনো ধরনের গাফিলতি

নিজস্ব প্রতিবেদক : পরিবহন খাতে কর্তব্য পালনে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে কেরাণীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ অফিস পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

সেতুমন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এখন আমাদের প্রধান অগ্রাধিকার। পরিবহন ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, বিআরটিএর সেবার মান কিছুটা উন্নতি হলেও কর্মকর্তা-কর্মচারীদের আরো দক্ষতা বাড়াতে হবে। দালালদের দৌরাত্ম্য কমলেও এখনও কিছু ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিআরটিএর কিছু কিছু সেবা দেওয়া হচ্ছে অনলাইনে। এ সুযোগ আরো সম্প্রসারণ করা হবে।

এ সময় মন্ত্রী জনগণের ভোগান্তি নিরসনে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির জোয়ার সাহারা এবং মতিঝিল ডিপো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী অকেজো গাড়ি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এ সময় যাত্রী সাধারণের অনুরোধে কুড়িল-বাড্ডা-রামপুরা-গুলিস্তান এবং আজিমপুর-নিউমার্কেট-শাহবাগ-প্রেসক্লাব-মতিঝিল রুটে বিআরটিসির দুটি বাস পরিচালনার নির্দেশ দেন।