পর্তুগালে এবার ‘ফায়ার টর্নেডো’

পর্তুগালে শক্তি সঞ্চয় করছে তাপ, বাতাস আর ছাইয়ের সংমিশ্রণে সৃষ্ট ‘ফায়ার’ টর্নেডো’। দমকল কর্মীর ভিডিওতে ধরা পড়েছে এই টর্নেডো।

তাপপ্রবাহ আর দাবানলের সঙ্গে লড়ছে পর্তুগাল। এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে দাবানলে পুড়ে ছাই হয়েছে ১ লাখের বেশি হেক্টর এলাকা। বনাঞ্চল ছাড়াও আগুনের লেলিহান শিখা থেকে বাদ যায়নি ফসলি জমি, বসতঘর এমনকি বাণিজ্যিক স্থাপনাও।

সেন্ট্রাল পর্তুগালের ‘ছেড়া দ্য এস্ত্রেলা’ ন্যাশনাল পার্কসহ আশপাশের এলাকার দাবানল নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন করে দাবানলের কবলে পড়েছে গুরুত্বপূর্ণ দুই জেলা ভিলা রিয়েল ও ভিয়েনা দ্য কাশতেলোর বিস্তীর্ণ অঞ্চল।

দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মীর নিরলস চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ দাবানল। এ ছাড়া চোখ রাঙাচ্ছে আলেনকার ও সান্তারাই অঞ্চলের দাবানল।

এমন পরিস্থিতির মধ্যেই দেখা গেল বিরল ফায়ার টর্নেডো। তাপ, বাতাস আর ছাইয়ের সংমিশ্রণে সৃষ্ট বিরল এই ফায়ার টর্নেডোর ভিডিও ধারণ করেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।দাবানলের মধ্যেই পর্তুগালে এবার ‘ফায়ার টর্নেডো’