পল্লবী হত্যা মামলায় আরও দু’জন আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে ব্যবসায়ী শাহীন উদ্দিন (৩৩) মামলায় আরও দুই অভিযুক্তকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। আটক দু’জনের মধ্যে একজন হত্যার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড।

আটকরা হলেন- পরিকল্পনাকারী মো. সুমন বেপারী (৩৩) এবং মো. রকি তালুকদার (২৫)।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আহসান খান।

তিনি বলেন, রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী ও রায়েরবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

এডিসি আহসান খান আরও বলেন, গ্রেফতার দুজনকে রিমান্ডের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভৈরব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র্যাব।