পশ্চিমবঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা

পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হামলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জেলা পুলিশ। মন্ত্রী জাকির ছাড়াও এ হামলায় আহত হন আরও ১৩ জন। প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছে। বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলসহ কংগ্রেসের নেতাকর্মীরা।

পুলিশ জানিয়েছে, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। সেই সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ কেঁপে উঠে আশপাশ।

তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর উপর পূর্ব পরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে। রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেতে পারেনি প্রশাসন।