পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের রামাল্লাহর কাছে দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনারা রামাল্লাহর পশ্চিমে শুকবা গ্রামে ১৫ ও ১৭ বছরের দুই কিশোরকে গুলি করে। এ বিষয়ে আর কোনো তথ্য তারা দেয়নি।

তবে স্থানীয় কয়েকজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই দুই কিশোর ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে টায়ারে আগুন ধরানোর চেষ্টা করার সময় তাদের গুলি করা হয়।

এ বিষয়ে রয়টার্স থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় টানা বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। যার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে।

এদিকে গাজায় হামাস-ইসরায়েল সংঘাতের জেরে পশ্চিম তীর সহ ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিন ভূখণ্ডগুলোতে উত্তেজনা বাড়ছে।