পাঁচ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলেই তাদেরকে সে দেশের গ্রিনকার্ড দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনারের বোন নিকোল কুশনার মেইয়ের ধনী চীনা ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলেই তাদেরকে সে দেশের গ্রিনকার্ড দেওয়া হবে জানিয়ে ক্যাম্পেইনও শুরু করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইবি-ফাইফ ভিসার নিয়ম অনুযায়ী, কোনো অভিবাসন প্রত্যাশী যদি সে দেশে চাকরির বাজার খুলতে সক্ষম এমন কোনো প্রকল্পে পাঁচ লাখ ডলার বিনিয়োগ করেন তাহলে তাকে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড দেওয়ার পথ প্রশস্ত হয়। ডোনাল্ড ট্রাম্প ও কুশনার পরিবার এই ইবি-ফাইভ ভিসা পদ্ধতিকে তাদের পারিবারিক ব্যবসায় কাজে লাগাচ্ছেন। নিউ জার্সিতে কুশনার পরিবারের উন্নয়ন প্রকল্প রয়েছে। এতে বিনিয়োগে উৎসাহিত করতে চীন সফরে রয়েছেন নিকোল কুশনার।

শনিবার বেইজিংয়ে এক অনুষ্ঠানে কুশনারদের প্রকল্পে সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকোল জানান, তাদের দ্রুত বিনিয়োগে এগিয়ে আসা উচিৎ। কারণ ইবি-ফাইভ ভিসা পদ্ধতিতে হয়তো শিগগিরই পরিবর্তন আসতে যাচ্ছে। তখন হয়তো এতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বেঁধে দেওয়া হবে।

নিকোল অনুষ্ঠানে জানান, তার দাদা ছিলেন অভিবাসী। তিনি যুক্তরাষ্ট্রে একেবারে শূন্য হাত থেকে বিশাল ব্যবসায়ী হয়েছেন।

নিজের ভাই জেরাড কুশনারের উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালে আমার ভাই পারিবারিক প্রতিষ্ঠানে সিইও হিসেবে যোগ দেয়। সম্প্রতি সে ওয়াশিংটনে গিয়েছে প্রশাসনে যোগ দিতে।