পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে চীনের তিনটি যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে চীনের তিনটি যুদ্ধজাহাজ।

পাকিস্তানি গণমাধ্যম ও চীনের রাষ্ট্রীয় সাংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘শুভেচ্ছা ও প্রশিক্ষণ’ সফরের অংশ হিসেবে চার দিনের জন্য যুদ্ধজাহাজগুলো পাকিস্তানে এসেছে।

চীনের পিপল’স লিবারেশন আর্মির এই নৌবহরের কমান্ডার শেন হাও বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে অধিকতর পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস স্থাপন এবং সহযোগিতা ও বন্ধুত্ব বাড়ানোর জন্য এই সফর করা হচ্ছে।

শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সিনহুয়া পরে এক প্রতিবেদনে জানায়, শেন হাও আশা প্রকাশ করেছেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা, বিশ্ব শান্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে।

পাকিস্তানের দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চীনের নৌবহরের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেছেন পাকিস্তানি সেনাপ্রধান।

চীনের নৌ-কর্মকর্তারা করাচিতে থাকা অবস্থায় পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।