পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা

আস্থাভোটের আগে পাকিস্তানে যখন দানা বাঁধছে অস্থিরতা তখনই দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলার অভিযোগ উঠল।

শনিবার (২ এপ্রিল) লন্ডনে নওয়াজ শরিফের ওপর এই হামলার ঘটনা ঘটেছে বলে পাকিস্তানি এক সাংবাদিক দাবি করেছেন। খবর এনডিটিভির।

লন্ডনে নওয়াজের দফতরের ঠিক বাইরেই এই ঘটনা ঘটে।

লন্ডনে অতর্কিতেই নওয়াজ শরিফের ওপর এ হামলার ঘটনা ঘটে। ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক কর্মী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

আহমাদ নুরানি নামের পাকিস্তানি ওই সাংবাদিক টুইটারে ফ্যাক্টফোকাস নামের পাকিস্তানি এক সংবাদমাধ্যমকে বলেন, নওয়াজ শরিফের ওপর লন্ডনে হামলার ঘটনা ঘটেছে। পিটিআইর এক কর্মী এই হামলা চালিয়েছেন। কখনো কোনো অবস্থাতেই কারো ওপর শারীরিক হামলা সহ্য করা হবে না। পিটিআই সব কিছু পেরিয়ে গেল এবার।

ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর এই ঘটনার পরেই কড়া ভাষায় ইমরান খানের সমালোচনা করেছেন মরিয়ম নেওয়াজ। ঘটনা প্রসঙ্গে একটি টুইট করেছেন তিনি। সেখানে ইমরানের গ্রেফতারের দাবিতেও আওয়াজ তুলেছেন তিনি। ঘটনার সময়ে দেহরক্ষী থাকলেও অভিযুক্ত যুবককে ঠেকানো সম্ভব হয়নি। তার ওপরেও হামলা হয় বলে অভিযোগ।