পাকিস্তানে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বাহাওয়ালপুরের আহমেদ পুর শারকিয়াতে এ ঘটনা ঘটেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রোববার সকালে মহাসড়কের আহমেদপুর শারাকিয়াতে তেলের ট্যাংকার উল্টে পড়ে যায়। এসময় স্থানীয়রা ফুটা হয়ে যাওয়া ওই ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে ছুটে আসে। এক পর্যায়ে ট্যাংকারটি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ট্যাংকারটি বিস্ফোরিত হলে সেখানে থাকা ছয়টি গাড়ি ও ১২টি মোটর সাইকেল পুড়ে যায়।

খবর পাওয়ার পর অগ্নিনির্বাপন বাহিনীর ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। হতাহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।