পাকিস্তান দিবসের প্যারেডে চীন ও তুরস্কের সেনাবাহিনী অংশ নেবে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান দিবসের প্যারেডে চীন ও তুরস্কের সেনাবাহিনী অংশ নেবে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং সোমবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে জানিয়েছেন, ২৩ মার্চ পাকিস্তান দিবস উদযাপনের প্যারেডে অংশ নেবে চীনের সেনাবাহিনী।

আসিফ গফুর ওই টুইটে আরো জানান, তুরস্কের সেনাবাহিনীর ব্যান্ড দলও এ অনুষ্ঠানে যোগ দেবে।

রাওয়ালপিন্ডিতে যৌথ বাহিনীর সদরদপ্তরে ২৩ মার্চ এ প্যারেড অনুষ্ঠিত হবে। পাকিস্তানের তিন বাহিনী এ অনুষ্ঠানের দায়িত্বে থাকবে।

সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈন্যদল কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে প্যারেডের মহড়ার জন্য পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মহড়া চলছে।

সাত বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে আবার পাকিস্তান দিবসে প্যারেড অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে আর্মি পাবলিক স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৫০ জনের প্রাণহানির পর থেকে সামরিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে আবার প্যারেড চালু করা হয়। ওই হামলায় ১৩৯ জন শিশু-শিক্ষার্থী নিহত হয়।

মুসলিমদের জন্য একটি আলাদা দেশ গঠনের জন্য ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাব গৃহীত হয়। তৎকালীন ব্রিটিশ শাসনের কাছে এই প্রস্তাব তুলে ধরা হয়। এই প্রস্তাবের ভিত্তিতে শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র জন্ম নেয়।