পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের দুই পাড়ে আটকে আছে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের দুই পাড়ে আটকে আছে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক।

ফেরি স্বল্পতা, তীব্র স্রোত ও দৌলতদিয়ায় একটি ঘাট বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পার করায় কয়েকদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ট্রাকচালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পয়েন্টে মোট ৪টি ঘাট রয়েছে। গত বৃহস্পতিবার দুই নম্বর ফেরিঘাটের র‌্যামের কবজা ভেঙে যাওয়ায় ঘাটটি বন্ধ রয়েছে। তা ছাড়া নদীতে প্রচণ্ড স্রোত থাকায় গত কয়েকদিন ধরে এই রুটে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। যে কারণে অগ্রাধিকার ভিত্তিতে ট্রাক পারাপার বন্ধ রেখে শুধু যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে।

আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, বর্তমানে এই রুটে আটটি রো-রো, তিনটি কে-টাইপ ও পাঁচটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগায় ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে প্রতিদিনই দীর্ঘ সময় ঘাটে এসে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। গত কয়েকদিনে উভয় ঘাটে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। তবে, জরুরি ও কাঁচামাল বহনকারী ট্রাকগুলোকে পার করে দেওয়া হচ্ছে।