পাবনায় ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার দোলং মহল্লায় ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল রাহেলা খাতুন (৪৯) নামে এক গৃহবধূর।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাহেলা খাতুন দোলং পশ্চিমপাড়া মহল্লার গোলজার হোসেনের স্ত্রী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক সরকার জানান, শনিবার রাতে দোলং পশ্চিমপাড়ার গোলজার হোসেনের রান্নাঘরে আগুন লাগে। আগুন দ্রুত অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গোলজারের স্ত্রী রাহেলা খাতুন ঘরে থাকা চারটি ছাগল বাঁচানোর জন্য গেলে আগুন তার শরীরে লেগে যায়। অগ্নিদগ্ধ রাহেলাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ একরামুল হক সরকার, পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদেক আকন্দ।