পালমাসকে উড়িয়ে দিয়ে জিনেদিন জিদানের দল

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে কাল লা লিগায় লাস পালমাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জিনেদিন জিদানের দল জুভেন্টাস ম্যাচের প্রস্তুতিটা সারল দারুণভাবে।

রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। অন্য গোলটা করেছেন রিয়ালের হয়ে ৪০০তম ম্যাচ খেলতে নামা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাল পালমাসের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো, টনি ক্রুস, সার্জিও রামোস, মার্সেলোর মতো বড় খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন রিয়াল কোচ জিদান। তবে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা পালমাসের বিপক্ষে বেল-বেনজেমারা রোনালদো-রামোসের অভাব বুঝতেই দেননি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেল। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচের পাস থেকে বল পেয়ে বুলেট গতির শটে জালে জড়িয়ে দেন ওয়েলস উইঙ্গার।

৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবারের মতো রিয়ালের অধিনায়ক হয়ে মাঠে নামা বেনজেমা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১ মিনিট) আবারো পেনাল্টি পায় রিয়াল। এবার পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন বেল। এই ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।