পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার

স্টাফ রিপোর্টার।। পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার”-এই স্লোগানে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোববার থেকে শুরু হয়েছে পাসপোর্ট সেবা সপ্তাহ। সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে.এম মামুনুজ্জামান সাতদিন ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত একই ছাতার নিচে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন।এসময় উপস্থিত ছিলেন, যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুন্ডু, সিনিয়র জেল সুপার কামাল হোসেন।এসময় জানানো হয়, সেবা সপ্তাহে ফরম পূরণে সহযোগিতা, অনলাইনে ব্যাংক ফি প্রদানে বুথ স্থাপন, ডাটা এন্ট্রি, ছবি তোলা ও পাসপোর্ট বিতরণে নারী-পুরুষদের পৃথক ব্যবস্থা করা, অসুস্থ ও প্রবীনদের দ্রুত সেবা প্রদান ও বিদেশে অবস্থানরতদের সাতদিনের মধ্যে পাসপোর্ট পৌছে দেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।