পাহাড় ধসে প্রাণহানিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলায় পাহাড় ধসে শতাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রাইফম্যান এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা প্রকাশ করেন।

বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জোয়েল রাইফম্যান বলেন, ‘পাহাড়ধসে যে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্ত পরিবার ও উদ্ধারকারীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, আপনাদের এই দুঃখ-দুর্দশায় আমরা গভীরভাবে মর্মাহত। সকল সাহসী উদ্ধারকারীকে আমরা সাধুবাদ জানাই যারা মানুষের জীবন বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এবং কিছু ক্ষেত্রে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

পাহাড় ধসের ঘটনায় মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে ১৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।