পিএসজিতে থাকছে না থিয়াগো সিলভা

খেলা ডেস্কঃ মৌসুমের শেষে অধিনায়ক থিয়াগো সিলভার জন্য নতুন চুক্তির কোন প্রস্তাব দিচ্ছে না প্যারিস সেইন্ট-জার্মেই। এর অর্থ হচ্ছে এবারের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দলবদলের বাজারে উপস্থিত থাকবেন এই ব্রাজিলিয়ান। ২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেবার পর এ পর্যন্ত ৩০০টিরও বেশী ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী থিয়াগো।

পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দো জানিয়েছেন তার সঙ্গে আর চুক্তি বাড়াতে চাচ্ছেনা প্যারিসের জায়ান্টরা। মৌসুমের শেষেই থিয়াগোর সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ধারনা করা হচ্ছে থিয়াগো হয়ত আবারো মিলানে ফিরে আসবেন অথবা প্রিমিয়ার লিগে এভারটনে পুনরায় কার্লো আনচেলত্তির অধীনে খেলবেন। এই জুটি একসঙ্গে পিএসজি ও মিলানে দীর্ঘ সময় কাটিয়েছেন। প্রায়ই থিয়াগো কন্টের প্রতি তার ভালবাসার কথা বলে থাকেন।

এ সম্পর্ক থিয়াগো বলেছেন, ‘ক্যারিয়ারে আমি অনেক কোচের সঙ্গেই কাজ করেছি। কিন্তু আনচেলত্তির সঙ্গে সম্পর্কটা সব সময়ই ভিন্ন ছিল। ইউরোপে প্রথম আসার পর সামনে এগিয়ে যাওয়া মোটেই সহজ ছিলনা। এসি মিলানে যোগ দেবার পর ছয় মাস আমি কোন ম্যাচে খেলিনি। কিন্তু আমি অন্যতম সেরা কোচ আনচেলত্তির অধীনে অনুশীলনের সুযোগ পেয়েছিলাম। আমি বলে বোঝাতে পারবো না ঐ ছয়মাস আমার ক্যারিয়ারে জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঐ সময়টা আমার জীবনকে পাল্টে দিয়েছে’।

পিএসজি ছাড়ার আগে আগস্টে থিয়াগোর সামনে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ রয়েছে।