পুঁজিবাজার টানা ৬ দিন বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক : সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে ঢাকা স্টক এ্ক্সচেঞ্জে (ডিএসই)। ঈদে টানা ছয় দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

মঙ্গলবার দুপুরে ডিএসইর বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার টানা ছয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ায় আগামী ১১ সেপ্টেম্বর রোববার বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত।

এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর সরকারি অফিস-আদালত খোলা থাকবে। আর ১১ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। এদিন খোলা থাকবে পুঁজিবাজারও।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এখনো তাদের ছুটির কথা জানায়নি। তবে ডিএসইর সঙ্গে সঙ্গতি রেখে সিএসইতেও একই রকম ছুটি ঘোষণা করা হয়।