পুঁজিবাজার নিয়ম ও আইনের বাজারে পরিণত হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার এখন নিয়ম ও আইনের বাজারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, পুঁজিবাজারের সচ্ছলতায় নতুন অনেক আইন তৈরির পর থেকে এর একটি ভিত্তি গড়ে উঠেছে। নিয়ম ও আইনের মধ্যে পরিচালিত হওয়ার ফলে বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত  ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট : প্রেজেন্স সিনারি অ্যান্ড ফিউচার প্রসপেক্ট’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মুহিত বলেন, আগে পুঁজিবাজার অগোছালো থাকার কারণে অনেক বড় সমস্যায় পড়তে হয়েছে। আর পুঁজিবাজারের ধসের পর থেকে আমি এ বিষয় নিয়ে মন্তব্যও করিনি। কারণ তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু আজ আমি বলছি, এটি বর্তমানে একটি ভাল অবস্থানে রয়েছে। আশা করছি, ভবিষ্যতে এটি লাভজনক জায়গায় গিয়ে পৌঁছাবে।

বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেনে প্রমুখ।