পুতিন জনগণের প্রতি আস্থা হারাচ্ছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সশস্ত্র ওয়াগনার বিদ্রোহের বিষয়ে পুতিনের প্রতিক্রিয়া ‘দুর্বল’। পুতিন তার নিজের জনগণের প্রতি আস্থা হারাচ্ছেন।

সংবাদ সংস্থা সিএনএনের সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, প্রথমত আমরা দেখতে পাচ্ছি পুতিন সবকিছু নিয়ন্ত্রণ করেন না। ওয়াগনার বাহিনী রাশিয়ার ভেতরে চলে গিয়েছিল এবং তার নির্দিষ্ট কিছু অঞ্চল দখলে নিয়েছিল। কাজটি তারা খুব সহজেই করে ফেলেছিল।

তিনি বলেন, পুতিনের যে একচ্ছত্র ক্ষমতা ছিল তা ভেঙে যাচ্ছে।

গত ২৩ জুন ওয়াগনার গ্রুপ রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এমনকি ইউক্রেনে যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনাঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামায় ওয়াগনার।

সে সময়কার চুক্তি অনুসারে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে রাশিয়া ছেড়ে বেলারুশে আশ্রয় নেওয়ার সুযোগ দেয়া হয়। পাশাপাশি ওয়াগনার বাহিনীর সদস্যদের প্রিগোজিনের সঙ্গে থাকার অথবা রুশ সেনাবাহিনীতে একীভূত হয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়।