পুরান ঢাকায় মাদকদ্রব্যসহ একজনকে আটক

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশালের ছুরিটোলা থেকে মাদকদ্রব্যসহ মো. আলী মিয়া নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার দিবাগত রাতে ছুরিটোলার লুৎফর রহমান লেনের ১৫১ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে তাকে আটক করে ডিএনসির রমনা সার্কেল। সার্কেল পরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে আলী নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলী ডিএনসি কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি বেতনভুক্ত কর্মচারী। মালিক শাহাবুদ্দীন ঘরামীর নির্দেশে এগুলো রাজধানীর বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করতেন। শাহাবুদ্দীন কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করেন। এক বছর আগে তারা ওই বাসাটি ভাড়া নেন। সেখানে থেকেই গোপনে তারা ফেনসিডিলের ব্যবসা করেন। কামরুল জানান, অভিযানের সময় শাহাবুদ্দীনকে পাওয়া যায়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে। এর আগেও শাহাবুদ্দীনকে ফেনসিডিলসহ আটক করা হয়েছিল। ওই সময় তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে আবারো একই ব্যবসা শুরু করে। এ ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।