‘পুরান ঢাকা বাংলাদেশের মালয়েশিয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পুরান ঢাকাকে বাংলাদেশের মালয়েশিয়া বানানো হবে।

সোমবার রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন শেষে এসব কথা বলেন সাঈদ খোকন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘আমি ছোটবেলায় বাবার হাত ধরে গেন্ডারিয়া-ধূপখোলায় এসেছি। এ এলাকায় আমার অনেক স্মৃতি আছে। তাই এ এলাকাসহ পুরান ঢাকাকে বাংলাদেশের মালয়েশিয়া বানাব।বিনিময়ে কিছুই চাই না, শুধু একটা ভোট চাই।’

তিনি আরো বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবসে গেন্ডারিয়া এলাকায় এলইডি লাইট জ্বলবে। রাস্তায় কোনো কিছু হারিয়ে গেলে তা দ্রুত খুঁজে পাবেন। যদি না পান আমার কাছে অভিযোগ করবেন। আমি এ বিষয়ে ব্যবস্থা নেব।’

মেয়র বলেন, ‘বর্তমান সরকার মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এসব উন্নয়ন প্রকল্পে অনেক লোকের কর্মসংস্থান হবে। এতে মানুষের সচ্ছলতা আসবে।’