‘পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া মানে জনগণকে আরও হয়রানি করা’

সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং সেটার কোনো উদ্যোগও আমরা লক্ষ করিনি। তবে, এই সরকারের উদাসীনতা, অনভিজ্ঞতা লক্ষ করা গেছে। আমরা মনে করি, এটি সরকারের একটি চরম ব্যর্থতা। এই ব্যর্থতার কারণেই আজ এই সমস্যাগুলো তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, করোনাকালে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া মানে সাধারণ মানুষকে আরও বেশি হয়রানি করা।

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আজ সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা সফর উপলক্ষে যে ঘটনাগুলো ঘটেছে, তা সব তারাই (সরকার) ঘটিয়েছে। এরপর একদিকে তারা (সরকার) ধর্মীয় সংগঠনগুলো এবং অন্যদিকে বিরোধী দলের ওপর আক্রমণ করেছে। আমাদের ৪০০ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। সরকার এই করোনাতে প্রমাণ করে দিয়েছে, তারা একটি ব্যর্থ সরকার। তাদের কোনো যোগ্যতা ও ক্ষমতা নেই। শুধু দুর্নীতি ও লুটপাটের জন্য জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে তারা।’