পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

খুলনায় মাদ্রাসাছাত্র হত্যায় ৪ জনের ফাঁসি

খুলনা : খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার সকালে রূপসা ও দুপুরে ফুলতলা উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন মাদ্রাসা ছাত্র হাফিজুর রহমান কাজল শেখ (১৮), নসিমন চালক মিলন শেখ (৪৫) ও শ্রমিক মিজানুর রহমান মিজান (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রূপসা উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সাউদার্ন সি ফুডের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি নসিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক মিলন নিহত ও নসিমন যাত্রী মিজানুর রহমান, আব্দুস সামাদ (৫০) ও এস্কেন্দার আলী (৪৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান।

নিহত মিলন রূপসা উপজেলার বাগমারা গ্রামের শামসুর রহমানের ছেলে ও মিজান একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

এ ঘটনায় নিহত মিলন শেখের স্ত্রী রেক্সোনা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা মাদ্রাসার সামনে একটি দ্রুতগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার এক পাশে দাঁড়ানো মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমানকে চাপা দিয়ে উল্টে পড়ে ট্রাকটি। এতে গুরুতর আহত হাফিজুরকে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। চালক পলাতক রয়েছে।

নিহত হাফিজুর ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মনিরুল শেখের ছেলে ও গাজীপুর মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের চাচা হাবিবুর রহমান বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন।